উৎকর্ষ-বাংলা প্রকল্পে D.E.O নিয়োগ:– সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় 1টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে Paschim Bangla Society for Skill Development । পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
উৎকর্ষ-বাংলা প্রকল্পে D.E.O নিয়োগ
এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে:- Utkarsh Bangla, Paschim Banga Society for Skill Development (PBSSD), Department of Technical এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যেটা এই প্রতিবেদনের মাধ্যমে আমরা তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন জানানোর আগে অব্বশই একবার অফিসিয়াল নোটিশটি দেখে নেবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন।
বিজ্ঞাপন নং:- I/491091/2024
পোস্ট তারিখ:- 04.03.2024
কোন সংস্থা নিয়োগটি করছে:- Utkarsh Bangla, Paschim Banga Society for Skill Development (PBSSD), Department of Technical
কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে:- এখানে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে চাকরিপ্রার্থীদের আবেদন জানতে হবে। আবেদনের জনক চাকরিপ্রার্থীদের সমস্ত শিক্ষাগত যোগ্যতায় ডকুমেন্টস,পরিচয়পত্রের ডকুমেন্টস,পাসপোর্ট সাইজের ছবি,মোবাইল নং,ইমেইল আইডি,কাস্ট সার্টিফিকেট ইত্যাদি লাগবে।
আবেদন পদ্ধতি:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে উৎকর্ষ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করতে হবে। তার পর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিজেদের আবেদন ফর্মটি সমস্ত রকম তথ্য দিয়ে লগইন করে হবে।দিয়ে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে দিলেই আপনার আবেদনট সম্পূর্ণ হবে।
মোট শূন্যপদ:- 1টি
কোন পদে নিয়োগ করা হবে:- Data Entry Operator
শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদনকারী প্রার্থীদের ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক অথবা মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর পাস থাকতে হবে।
বয়স:- এই পদে আবেদনকারী প্রার্থীদের বয়স 1 মার্চ 2024 অনুসারে 23 থেকে 44 বছরের মধ্যে হতে হবে।
বেতন:- এখানে নিযুক্ত প্রার্থীদের মাসিক 11,000 টাকা বাটন দেওয়া হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:- লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:- উল্লেখ নেই।
আরও পড়ুন:- মাধ্যমিক পাস যোগ্যতায় কলকাতা পুলিশে কনস্টেবল নিয়োগ, শূন্যপদ 3734 টি