রাজ্য পৌরসভায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগ

রাজ্য পৌরসভায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগ: রাজ্যে পৌরসভার তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় সাব রেজিস্টার পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। পুরুষ ও মহিলা উভয় ব্যক্তি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থী হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রাজ্য পৌরসভায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগ

রাজ্য পৌরসভায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগ
রাজ্য পৌরসভায় গ্রুপ সি পদে কর্মী নিয়োগ

পোস্ট তারিখ– ১০.০৩.২০২৪

বিজ্ঞাপন নাম্বার– WBMSC/web/ 05/ Direct-I

কি পদ্ধতিতে আবেদন করবেন– প্রার্থীদের এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বৈধ email id এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতা ডকুমেন্টস।

কিভাবে আবেদন করবেন- প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফরম ফিলাপ করতে হবে তারপর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

প্রার্থী বাছাই পদ্ধতি– ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

কোন সংস্থা নিয়োগ করছে– পশ্চিমবঙ্গের মিউনিসিপ্যালিটি কর্পোরেশন

পদের নাম– সাব রেজিস্টার পদে কর্মী নিয়োগ করা হবে।

কাজের স্থান– পশ্চিমবঙ্গে নিয়োগ করে নেওয়া হবে

শূন্যপদ– মোট শূন্যপদ ফাঁকা আছে ১১ টি

বেতন– নির্দিষ্ট হারে বেতন দেওয়া হবে

শিক্ষাগত যোগ্যতা– আবেদনের জন্য প্রার্থীদের হোমিওপ্যাথিক গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং সেই সঙ্গে পাঁচ বছরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স– আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।

জাতীয়তা– অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য– জেনারেল ওবিসি এবং ই ডব্লিউ এইচ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য ২০০ টাকা এবং অন্যান্য সকল প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য ৫০ টাকা ধার্য করা হয়েছে।

আবেদন শুরু – আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

আবেদনের শেষ তারিখ– ০৬.০৪.২০২৪

আরও পড়ুন: মাধ্যমিক পাশে কলকাতা পুলিশে কন্সটেবল নিয়োগ

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment