sarkari chakri:

Post Office Job Vacancy: ভারতীয় ডাকবিভাগে ৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩রা মার্চ থেকে

Post Office Job Vacancy: এই বছর ইন্ডিয়া পোস্টের তরফ থেকে প্রকাশিত হয়ে গেল নতুন চাকরির বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নূন্যতম মাধ্যমিক পাশ যোগ্যতা হলে প্রার্থীর এখানে আবেদন জানাতে পারবেন। গ্রামীণ ডাক সেবক, পোস্টম্যান, মেলগার্ড, মাল্টি টাস্কিং স্টাফ সহ মোট ৪০ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ হবে। নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে কেন্দ্র সরকার। যারা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক তারা নিচেও তথ্যগুলি পড়ে দায়িত্ব সহকারে আবেদন জানাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন শুরু হবে :

০৩/০৩/২০২৫ তারিখে আবেদন প্রক্রিয়া শুরু হবে।

কোন কোন পদের নিয়োগ করা হবে :

গ্রামীণ ডাক সেবক, পোস্টম্যান, মেল গার্ড এবং MTS পদে কর্মী নিয়োগ করা হবে।

আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা – বয়স সীমা এবং মোট শূন্যপদ

পদের নামশিক্ষাগত যোগ্যতাবয়স সীমামোট শূন্যপদ
GDSমাধ্যমিক পাস১৮ থেকে ৪০ বছর25300
পোস্টম্যানউচ্চ মাধ্যমিক পাস১৮ থেকে ৪০ বছর11000
মেলগার্ডউচ্চ মাধ্যমিক পাস১৮ থেকে ৪০ বছর2500
মাল্টি টাস্কিং স্টাফ (MTS)উচ্চ মাধ্যমিক পাস ও Computer Knowledge১৮ থেকে ৪০ বছর3000

আবেদনকারীর মাসিক বেতন :

ভারতীয় ডাকবিভাগে বিভিন্ন পদে বিভিন্ন বেতন দেওয়া হবে। তবে প্রার্থীদের ন্যূনতম ১০ হাজার থেকে ১৮ হাজার টাকার মধ্যে বেতন প্রদান করা হবে

Read More: মাধ্যমিক পাশ যোগ্যতায় মিউনিসিপ্যালিটিতে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি :

প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। তার জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করে সঠিক তথ্য দিয়ে ফরম পূরণ করতে হবে। সবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদন প্রক্রিয়াটিকে সম্পন্ন করতে হবে।

আবেদন মূল্য :

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন মূল্য ১০০ টাকা। এবং মহিলা ও অন্যান্য সকল অসংরক্ষিত প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য জমা দিতে হবে না।

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

3 thoughts on “Post Office Job Vacancy: ভারতীয় ডাকবিভাগে ৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদন শুরু ৩রা মার্চ থেকে”

Leave a Comment