sarkari chakri:

UIDAI Recruitment 2025: আধার সংস্থাতে কর্মী নিয়োগ, যোগ্যতা গ্রাজুয়েশন পাস

UIDAI Recruitment 2025 : Unique Identification Authority of India তথা UIDAI অর্থাৎ আধার সংস্থা এর তরফ থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তি অনুসারে বলা হয়েছে ন্যূনতম গ্রাজুয়েশন পাস যোগ্যতায় Assistant Section Officer পদে নিয়োগ করা হবে।

সেখানে আবেদন জানাতে পারবে, পশ্চিমবঙ্গ সহ দেশের সমস্ত রাজ্য থেকে উপযুক্ত ও যোগ্য চাকরিপ্রার্থী। আমরা এই প্রতিবেদনে আধার সংস্থার তরফ থেকে প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তিটির যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি। যেটা এখানে আবেদন করতে আপনাদের সমস্ত রকম ভাবে সহায়তা করতে চলেছে। সুতরাং দেরি না করে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটা মনোযোগ সহকারে পড়বেন।

নিয়োগকারী সংস্থা :

Unique Identification Authority of India (UIDAI)

পোস্ট তারিখ (Post Date) :

উল্লেখিত চাকরির বিজ্ঞপ্তিটি UIDAI এর তরফ থেকে প্রকাশিত হয়েছে চলতি জানুয়ারি মাসে।

Read More: ভারতীয় ডাকবিভাগে ৪০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ

পদের নাম (Post Name) :

UIDAI এর তরফ থেকে নিয়োগ Assistant Section Officer পদে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification) :

এই পদে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের কেন্দ্রীয় সরকারের ক্যাডার বিভাগে বা সমতুল্য পদে নিয়মিত কর্মরত হতে হবে। এর পাশাপাশি প্রশাসন, মানবসম্পদ, আইন, হিসাব রক্ষণ, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন বা ই-গভর্নেন্স এর ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এগুলি সমস্ত কিছু ছাড়াও কম্পিউটারাইজড অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে।

বয়সসীমা (Age Criteria) :

উল্লেখিত পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের বয়স হতে হবে সর্বোচ্চ 56 বছরের মধ্যে। কিন্তু যেহেতু এটি একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি, হলে তো তার জন্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুসারে বয়সের ছাড় পেয়ে থাকবে এখানে।

মাসিক বেতন (Monthly Salary) :

এই পদে নিযুক্ত প্রার্থীদের ম্যাট্রিক লেভেল 6 এর হিসেবে প্রতি মাসে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

মোট শূন্যপদ (Total Vacancy) :

শুধুমাত্র 1টি পদেই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার নিয়োগ করছে আধার সংস্থা।

আবেদন পদ্ধতি (Application Process) :

আঁধার সংস্থার তরফ থেকে প্রকাশিত এই চাকরির বিজ্ঞপ্তিতে যে পদে নিয়োগ করার কথা বলা হয়েছে, সেখানে মূলত আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। তার জন্য অফিশিয়াল নোটিশ থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি সংগ্রহ করে নিয়ে, সেটিকে যাবতীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। তারপর সেই পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি একটি খামে ধরে নিচে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠিয়ে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে।

আবেদন পাঠানোর ঠিকানা (Addres of Application Submission) :

চাকরিপ্রার্থীদের নিজেদের আবেদনপত্র পাঠাতে হবে নিচের এই ঠিকানায় –

Director (HR),
Unique Identification Authority of India (UIDAI),
1st Floor, JIADO Central Office Building,
Namkum Industrial Area,
Lowadih, Ranchi – 834010

নিয়োগ পদ্ধতি (Selection Process) :

এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে না। সরাসরি প্রাচীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদনের শেষ তারিখ (Last Date of Apply) :

চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে আগামী 18.03.2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক (Important Links) :

অফিসিয়াল নোটিশClick Here
অ্যাপ্লিকেশন ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment