sarkari chakri:

Reliance Capital Internship Program 2025: ১৫ হাজার টাকা স্টাইপেন্ড এর মাধ্যমে internship করাচ্ছে রিলায়েন্স ক্যাপিটাল

Reliance Capital Internship Program 2025 : ব্যবসা-বাণিজ্যে পারদর্শী হওয়ার জন্য সম্প্রতি রিলায়েন্স ক্যাপিটাল সংস্থা নিয়ে চলে এসেছে দুর্দান্ত একটি ইনটানশিপ প্রোগ্রাম দেশের চাকরিপ্রার্থীদের জন্য। এখানে আবেদনকারীকে ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে ট্রেনিং তো দেওয়া হবেই এর পাশাপাশি প্রতি মাসে 15,000 টাকা করে স্টাইপেন্ডও দেওয়া হবে। এছাড়াও থাকবে একটি সার্টিফিকেট এবং সুপারিশ পত্র।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই internship প্রোগ্রামটি হবে সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম টাকা-পয়সা এখানে লাগবেনা। যেখানে আপনাদেরকে অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে । আর আপনাদের আবেদন করতে যাতে কোন রকম সমস্যা না হয় তার জন্য আমরা এই প্রতিবেদনে রিলায়েন্স ক্যাপিটাল ইন্ডাস্ট্রির তরফ থেকে দেওয়া এই ইন্টার্নশিপ প্রোগ্রাম এর যাবতীয় সমস্ত রকম তথ্য আপনাদের সামনে বিস্তারিত ভাবে তুলে ধরেছি। যেটা এখানে আবেদন করতে আপনাদের সম্পূর্ণরূপে সাহায্য করবে। চলুন তাহলে দেরি না করেই সম্পূর্ণ বিষয়টা ঝটপট দেখে নিন।

জেনে নাও রিলায়েন্স ক্যাপিটাল সম্পর্কে যাবতীয় কিছু তথ্য :

রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড হল ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম। যেটি হল আবার রিলায়েন্স গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর একটি অংশ। যেটা MSCI Global Small Cap Index এবং Nifty Midcap 50 এর অন্তর্গত। এই সংস্থা নন ব্যাঙ্কিং ফাইনান্স বিভাগে কাজের জন্যও বেশ জনপ্রিয়। তার জন্য দেশের বেকার চাকরিপ্রার্থীদের জন্য এই রিলাইন ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ একটি দুর্দান্ত ইন্টার্নশিপ প্রোগ্রাম। চলো দেখে নাও সমস্ত বিষয়টা এই ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্বন্ধিত।

কারা কারা এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করতে পারবেন ?

মূলত উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ের বাপিন দা বা সেখানে স্থানান্তরিত হওয়া প্রার্থীরা এখানে মূলত আবেদন করতে পারবেন। এছাড়াও যে সমস্ত মহিলারা নিজেদের কর্মজীবন শুরু করতে চান তারাও এখানে আবেদন করার যোগ্য।

কোথায় করানো হবে এই ইন্টার্নশিপের ট্রেনিং ?

রিলায়েন্স ক্যাপিটাল ইন্ডাস্ট্রিজ তরফ থেকে এই internshi program কি ট্রেনিং করানো হবে উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনৌ তে। ট্রেনিং চলাকালীন প্রতিটা আবেদনকারীকে সেখানে থেকে ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে হবে।

কতদিন পর্যন্ত চলবে এই ইন্টারসিপ প্রোগ্রাম ?

রিলায়েন্স ক্যাপিটাল ইন্ডাস্ট্রি তরফ থেকে যে ইন্টার্নশিপ ট্রেনিংটি আয়োজিত করা হয়েছে, সেটি চলবে মোট 90 দিন অর্থাৎ 3 মাস।

কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে ট্রেনিং চলাকালীন এখানে ?

এখানে যে সমস্ত প্রার্থীরা ট্রেনিংয়ে অংশগ্রহণ করবেন, তাদেরকে ট্রেনিং চলাকালীন প্রতিমাসে 15,000 টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

কি কি যোগ্যতা প্রয়োজন এখানে আবেদন করতে হলে ?

এখানে আবেদন করতে হলে আবেদনকারী চাকরিপ্রার্থীকে B.Com নিয়ে গ্রাজুয়েশন পাস থাকতে। নতুন ব্যবসায়িক সম্ভাবনা সন্ধানের জন্য নেটওয়ার্কিং এর গবেষণা করতে। বিস্তারিত জানতে একবার অফিসিয়াল ওয়েবসাইট দেখে নিতে পারেন।

Read More: আধার সংস্থাতে কর্মী নিয়োগ

কিভাবে আবেদন করতে হবে এখানে ?

মূলত অনলাইনের মাধ্যমেই এই ইন্টার্নশিপ প্রোগ্রামে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। তার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেওয়া রয়েছে।

রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর ইউসার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে অ্যাপ্লিকেশন ফর্মটি যাবতীয় সমস্ত রকম তথ্য সহকারে পূরণ করে ফেলতে হবে। তারপর সেখানে প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস কে স্ক্যান করে আপলোড করে দিতে। আপলোড হয়ে যাওয়ার পর একবার সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা পুনর্বার চেক করে নিয়েছে সাবমিট করে দিলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে ।

কত তারিখ অব্দি আবেদন জানা যাবে এই ইন্টার্নশিপ প্রোগ্রামে ?

এখানে আবেদন জানানো যাবে আগামী 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত।

গুরুত্বপূর্ণ লিংক

অনলাইন আবেদনClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment