UPI Will be Closed: বর্তমান ভারতবর্ষে অনলাইন পেমেন্টের সব থেকে জনপ্রিয় এবং সহজতর মাধ্যম হলো Unified Payment Interface তথা UPI । এই ইউপিআই ব্যবহার এখন এতটাই সহজ হয়ে দাঁড়িয়েছে যে যে কোন ছোট বড় মানুষ তার সামান্য থেকে সামান্যতম লেনদেনের জন্যেও এই ইউপিআই ব্যবস্থা টাকেই বেছে নিচ্ছে।
কিন্তু চলতি বছরের 1লা ফেব্রুয়ারি থেকে এই ইউপিআই ব্যবস্থায়ী ভারত সরকার নিয়ে আসতে আসছে বেশ বড়সড়ো পরিবর্তন। এই নিয়ে National Payment Corporation of India (NPCI) জানিয়েছে যে, UPI লেনদেনের ওপর গ্রাহককে যে স্বয়ংক্রিয় নোটিফিকেশন পাঠানো হতো তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। কিন্তু ঠিক কেন হঠাৎ জাতীয় পেমেন্ট সংস্থা এই নির্দেশিকা দিয়েছে ? সেই সমস্ত কিছু বিস্তারিত বিবরণ আমরা এই প্রতিবেদনে আপনাদের জন্য নিয়ে এসেছি। সুতরাং সম্পূর্ণ প্রতিবেদনটা দেখে নিন যতটা তাড়াতাড়ি সম্ভব।
Read More: আধার সংস্থাতে কর্মী নিয়োগ
নতুন মাসে কি পরিবর্তন আসতে চলেছে UPI ব্যবস্থায় :
এখন বর্তমানে UPI লেনদেনের পর প্রতিটা ব্যবহারকারী একটি স্বয়ংক্রিয় নোটিফিকেশন পেয়ে থাকে ওই নির্দিষ্ট ইউপিআই অ্যাপ থেকে। যেই নোটিফিকেশনে তারা দেখতে পায় লেনদেনের টাকার পরিমাণ, ট্রানজেকশন আইডি সহ অন্যান্য সমস্ত রকম বিবরণ।
কিন্তু আগামী 1লা ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে NPCI এই ব্যবস্থাটিকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস থেকে আর ইউ পি আই ট্রানজেকশন এরপর কোনো রকম নোটিফিকেশন দেখতে পাওয়া যাবে না। তবে আপনার করা ট্রানজেকশনটা সফল হয়েছে কিনা সেটা দেখতে পাবেন ওই নির্দিষ্ট ইউপিআই অ্যাপের হিস্ট্রি তে গেলে। কিন্তু কেন হঠাৎ NPCI নতুন নিয়ম চালু করল। সেটা আবার জেনে নিন
1লা ফেব্রুয়ারি থেকে কেন এই পরিবর্তন আনা হলো ইউপিআই ব্যবস্থায় ?
NPCI অফিসিয়ালি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, এই ইউপিআই লেনদেনের নতুন নিয়ম তৈরি করার প্রধান কারণই হচ্ছে ডিজিটাল সিকিউরিটি এই নিশ্চিত করা এবং সাইবার অপরাধের পরিমাণ যতটা সম্ভব কমানো। কেননা বর্তমানে ভারতে প্রতিদিনই প্রায় কোটি কোটি টাকা ইউটিআই ব্যবস্থার মাধ্যমে লেনদেন করছে সাধারণ জনগণ। আর এই ডিজিটাল পেমেন্ট এত সুবিধা হওয়ায় এই ব্যবস্থাটারই সুযোগ নিচ্ছে বিভিন্ন সাইবার অপরাধী।
আর এই সাইবার অপরাধীরায় দেখা বিভিন্ন জায়গায় যে সমস্ত বয়স্ক মানুষেরা ইউপিআই ব্যবহার করছেন অথবা কম বয়সের ছেলেমেয়েরা ইউপিআই ব্যবহার করছেন তাদেরকে বিভিন্ন রকম ফাঁদে ফেলে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এছাড়াও আগে যে ইউপিআই ট্রানজেকশনে পর নোটিফিকেট পাওয়া যেত, সেখানে ওই নোটিফিকেশন এর পেজটাকে কাজে লাগিয়ে বিভিন্ন সাইবার অপরাধী নানারকম প্রতারণা করতো। কেননা এই পেজটাতেই থাকে ব্যবহারকারীর বিভিন্ন রকম ব্যক্তিগত তথ্য। তাহলে এই নতুন ব্যবস্থা নিয়ে ইউপিআই গ্রাহকদের কি করনীয় ? তাহলে সেটা এবার জেনে নেওয়া যাক।
UPI ব্যবস্থার নতুন নিয়মে গ্রাহকদের কি করনীয় রয়েছে ?
- ফেব্রুয়ারি মাস থেকে ইউপিআই ট্রানজেকশনের উপরে কোনো রকম নোটিফিকেশন না থাকলেও, ইউপিআই অ্যাপের হিস্ট্রিতে গিয়ে আপনি দেখে নিতে পারবেন আপনার ট্রানজেকশনটা সফল হয়েছে কিনা।
- আপনার ব্যবহারকৃত ব্যাংকের সঙ্গে অবশ্যই মোবাইল এসএমএস সক্রিয় রাখুন, তাহলে যে কোনো রকম ট্রানজেকশন এর উপর আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারবেন ব্যাংকের তরফ থেকে।
- এছাড়াও দেখা যায় অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম সাইবার অপরাধীরা ভুয়ো ম্যা কিংবা কল করে গ্রাহকদের ফাঁদে ফেলার চেষ্টা করে। এই ধরনের প্রতারণামূলক ম্যাসেজ কিংবা কল থেকে সব সময় সতর্ক থাকুন।

Hello, I am Akash Mondal. I am working as a Bengali Senior Content Writer in ‘Sarkari Chakri’. I have an experience of 2 years on this Profession.Now I am trying to give my best effort on this Bengali news article site. Hope you like us. Feel free to leave a valuable comment and Star Mark for every news article Post. Thanks a lot for being with us.