মাধ্যমিক পাশে India Post এ কর্মী নিয়োগ: Ministry of communication department এর তরফ থেকেই পোস্ট অফিসে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাশ যোগ্যতায় ভারতীয় ডাক বিভাগে কর্মী নিয়োগ করা হবে, এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে ভারতীয় ডাক বিভাগ। ভারতের কিংবা পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে শুধুমাত্র উপযুক্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে আবেদন পারেন।
মাধ্যমিক পাশে India Post এ কর্মী নিয়োগ
পোস্ট তারিখ: 04.10.2023
বিজ্ঞাপন নং: B-3/12/XXIV/2023
কোন পদ্ধতিতে আবেদন করতে হবে: এখানে সম্পূর্ণভাবে অফলাইনে মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীর একটি বৈধ মোবাইল নাম্বার এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস্ লাগবে।
আবেদন পদ্ধতি: প্রথমে অফিশিয়াল নোটিশের যে আবেদন পত্রটি দেওয়া রয়েছে সেটিকে প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। তার পর সেই আবেদন পত্রটি মনোযোগ সহকারে নির্ভুলভাবে পূরণ করতে হবে। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে যাবতীয় জরুরী নথিপত্র একটি মুখবন্ধ খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: C/O Senior Manager, Mail Motor Service, C-121, Naraina Industrial Area Phase-I, Naraina, New Delhi – 110028
কোন পদে নিয়োগ হবে: Staff Car Driver (Group-D).
কোন সংস্থা নিয়োগ করছে: Indian Post.
মোট শূন্যপদ: 6টি
বয়সসীমা: আবেদনকারীর বয়স নূন্যতম 18 থেকে সর্বোচ্চ 56 বছরের মধ্যে হতে হবে 2023 সালের হিসেবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে।
বেতনক্রম: মাসিক 18000 টাকা দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের।
প্রার্থী বাছাই পদ্ধতি: কোনরকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য: এখানে চাকরিপ্রার্থীদের চাকরির জন্য কোনরকম আবেদন মূল্য দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ: 30.11.2023
অফিসিয়াল নোটিশ ও আবেদন পত্র: Download Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
আরও পড়ুন : ভারতীয় রেলে কর্মী নিয়োগ, মাধ্যমিক পাস যোগ্যতায়