গ্রাজুয়েশন পাশে Central Bank of India তে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি: Central Bank of India এর তরফ থেকে ফের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য পুরুষ ও মহিলা উভয় চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনের এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হলো, যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
গ্রাজুয়েশন পাশে Central Bank of India তে কর্মী নিয়োগ
বিজ্ঞাপন নং – সঠিক ভাবে উল্লেখ করা নেই।
পোস্ট তারিখ – 01.12.2023
কোন সংস্থা নিয়োগটি করছে – Central Bank of India
কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে – এখানে সম্পূর্ণ ভাবে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য লাগবে চাকরিপ্রার্থীর একটি বৈধ্য মোবাইল নং ও ইমেইল আইডি, এছাড়াও লাগবে চাকরিপ্রার্থীর সমস্ত যোগ্যতার নথিপত্র এবং যাবতীয় প্রমাণপত্র।
আবেদন পদ্ধতি – আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে প্রথমে এই প্রতিবেদনের একদম নিচে দেওয়া অফিসিয়াল আবেদনপত্র এর লিঙ্ক থেকে সেটিকে ডাউনলোড করে প্রিন্ট করিয়ে নিতে হবে। তারপর সেটাকে সমস্ত তথ্য দিয়ে নির্ভুল ভাবে পূরণ করে,একটি পাসপোর্ট ছবি,সই ও প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস সহযোগে একটি মুখবন্ধ খামে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানো ঠিকানা – Regional Head, Central Bank of India, Regional Office, Machatala, Near Fancy Market, Bankura, Pin 722101
কোন পদে নিয়োগ করা হবে – Business Correspondent Supervisor.
মোট শূন্যপদ – 2টি।
শিক্ষাগত যোগ্যতা – এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের ন্যূনতম যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন পাশ থাকতে হবে এবং এর পাশাপাশি কম্পিউটার নলেজ থাকা বাধ্যতামূলক। অবসরপ্রাপ্ত ক্লার্ক এবং ব্যাংক অফিসার থাকলে তারা এখানে আবেদনের জন্য অগ্রাধিকার পাবে।
বয়স – 2023 সালের হিসেবে এখানে চাকরিপ্রার্থীদের বয়স 60 বছরের মধ্যে হতে হবে।
বেতন – এখানে Variable Pay & Fixed Pay হিসেবে বেতন দেওয়া হবে।
নিয়োগের সময়সীমা – 1 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে।
কাজের স্থান – নির্বাচিত প্রার্থীদের নিজস্ব জেলার মধ্যে এখানে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য – কোনো রকম আবেদন মূল্য এখানে চাওয়া হয়নি।
আবেদনের শেষ তারিখ – 15.12.2023
আরও পড়ুন: কলকাতা মিউনিসিপালিটি কর্পোরেশনে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি