খুব শীঘ্রই বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের DA: চলতি বছর আর মাত্র কিছুদিন পর যে লোকসভা ভোট হতে চলেছে, সেটাকে কেন্দ্র করে সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির ইঙ্গিত দিল কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকার। এই বর্ধিত DA এর হারের কেন্দ্রীয় কর্মচারীদের DA বেড়ে দাঁড়াবে প্রায় 50 শতাংশ। এই সিদ্ধান্তের ফলে সরকারি কর্মীদের অ্যাকাউন্টে DA বাবদ অ্যাকাউন্টে ঢুকবে 22 হাজারেরও বেশি টাকা।
খুব শীঘ্রই বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের DA
যত দূর জন্য হচ্ছে, আগামী মার্চ মাসেই হোলির আগেই এই টাকা সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। সম্প্রতি লোকসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ জানিয়েছেন। DA বাড়ানোর পাশাপাশি এবার থেকে শুল্ক ভাতা দেওয়া হবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। মার্চ মাসের মধ্যে কেন্দ্রীয় কর্মীদের ডিএ 4 শতাংশ বাড়ানোর কথা ঘোষণা করা ইইবে বলে মনে করা হচ্ছে।
2024-2025 অর্থবর্ষের জানুয়ারি থেকে কার্যকর করা হবে এই বর্ধিত DA কে। তাই জানুয়ারি থেকে টানা মার্চ তো বটেই, এপ্রিলের বেতনের সঙ্গেও সেই টাকা একাউন্টে ঢুকতে পারে। একসাথে প্রায় চার মাসের বকেয়া টাকা কেন্দ্রীয় কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকতে চলছে। তবে শুধু কেন্দ্রীয় কর্মচারীরাই নন, যাঁরা পেনশন পান তাঁরাও পাবেন এই সুবিধা। আসলে, এই বকেয়ার পরিমাণ হিসাব করা হবে পে ব্যান্ড অনুযায়ী।
এখন স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠছে, ঠিক কত টাকা বকেয়া বাবদ কর্মীদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে? লেভেল 1 কর্মীদের বেতন নিয়ে হিসেব করা যাক। এখানে গ্রেড পে 1800 টাকা, বেতন 18,000 টাকা। পাশাপাশি ভ্রমণ ভাতাও দেওয়া হয়। তাই, ডিএ বৃদ্ধির কারণে এদের মোট ডিএ বাড়বে 774 টাকা। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছরেই মোট দু’বার করে ডিএ বৃদ্ধি পায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।
সাধারণত, একবার জানুয়ারিতে ডিএ বৃদ্ধি পায় এবং দ্বিতীয়বার ডিএ বৃদ্ধি পায় জুলাইয়ে। সেইমতো 2023 সালের জানুয়ারি এবং জুলাইয়ে চার শতাংশ করে ডিএ বেড়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের।আর এবার, এপ্রিল মাস নাগাদ ফের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়তে চলেছে। এবার এই বর্ধিত ডিএ-এর পরিমাণ দাঁড়াবে 50%। অর্থাৎ, সব মিলিয়ে বেতন বাড়ার কারণে বেশ খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন: WBPSC ফুড সাব ইন্সপেক্টর পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে 6টি দফায়