sarkari chakri:

ভারতীয় মার্চেন্ট নেভিতে কর্মী নিয়োগ, ৪০০০ এরও বেশি শূন্য পদে আবেদন

মার্চেন্ট নেভিতে কর্মী নিয়োগ : ভারতীয় মার্চেন্ট নেভির তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে মাধ্যমিক উচ্চমাধ্যমিক এবং আইটিআই পাশে ৪০০০ হাজারেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের জন্য প্রার্থীদের বৈধ email আইডি এবং মোবাইল নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে প্রার্থীর সমস্ত যোগ্যতার ডকুমেন্টস। আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে আবেদন মূল্য এর বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভারতীয় মার্চেন্ট নেভিতে কর্মী নিয়োগ

ভারতীয় মার্চেন্ট নেভিতে কর্মী নিয়োগ, ৪০০০ এরও বেশি শূন্য পদে আবেদন
ভারতীয় মার্চেন্ট নেভিতে কর্মী নিয়োগ, ৪০০০ এরও বেশি শূন্য পদে আবেদন
Indian Merchant Navy
Indian Merchant Navy Post Recruitment 2024
sarkarichakri.co.in
গুরুত্বপূর্ণ তারিখআবেদন মূল্য
• আবেদন শুরু : ১১.০৩.২০২৪
• আবেদন শেষ : ৩০.০৪.২০২৪
• লিখিত পরীক্ষার তারিখ : মে ২০২৪
• রেজাল্ট তারিখ : লিখিত পরীক্ষার তিনদিন পর
• আবেদন মূল্য : সকল প্রার্থীদের জন্য ১০০ টাকা
• ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে • আবেদনমূল্য জমা দেওয়া যাবে।

আরও পড়ুন: ভারতীয় টাকশালে কর্মী নিয়োগ

শূন্যপদের বিবরণ , মোট শূন্য পদ : ৪০০০ টি
পদের নামমোট শূন্যপদবিস্তারিত বিবরণ
ডিক রেটিং৭২১ টি• প্রার্থী : পুরুষ প্রার্থী হতে হবে
• বয়স সীমা : ১৭ বছর থেকে ২৫ বছর
• মাসিক বেতন: ৫০০০০ টাকা – ৮৫০০০ টাকা
• শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক পাস
ইঞ্জিন রেটিং২৩৬ টি• প্রার্থী : পুরুষ প্রার্থী হতে হবে
• বয়স সীমা : ১৭ বছর থেকে ২৫ বছর
• মাসিক বেতন: ৪০০০০ টাকা – ৬০০০০ টাকা
• শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পা
সীম্যান১৪৩২ টিপ্রার্থী : পুরুষ প্রার্থী হতে হবে
বয়স সীমা : ১৭ বছর থেকে ২৫ বছর
মাসিক বেতন: ৩৮০০০ টাকা – ৫৫০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস
ইলেকট্রিশিয়ান৪০৮ টি• প্রার্থী : পুরুষ প্রার্থী হতে হবে
• বয়স সীমা : ১৭ বছর থেকে ২৭ বছর
• মাসিক বেতন: ৬০০০০ টাকা – ৯০০০০ টাকা
• শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস সহ • ITI তে ইলেকট্রিশিয়ান ট্রেড থাকতে হবে।
ওয়েল্ডার/ হেল্পার৭৮ টি• প্রার্থী : পুরুষ প্রার্থী হতে হবে
• বয়স সীমা : ১৭ বছর থেকে ২৭ বছর
• মাসিক বেতন: ৫০০০০ টাকা – ৮৫০০০ টাকা
• শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস সহ ITI পাস
মেস বয়৯২২ টি• প্রার্থী : পুরুষ প্রার্থী হতে হবে
• বয়স সীমা : ১৭ বছর থেকে ২৭ বছর
• মাসিক বেতন: ৪০০০০০ টাকা – ৬০০০০ টাকা
• শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস
কুক২০৩ টি• প্রার্থী : পুরুষ প্রার্থী হতে হবে
• বয়স সীমা : ১৭ বছর থেকে ২৭ • বছর
মাসিক বেতন: ৪০০০০ টাকা – ৬০০০০ টাকা
• শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক পাস

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ৪,৬৬০ টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ

লিখিত পরীক্ষার সিলেবাস
বিষয়বিবরণ
• জেনারেল ইন্টেলিজেন্স
• ইংরেজি
• বিজ্ঞান
• অ্যাটিটিউড এবং রিজনিং
• নম্বর বিভাজন : ২৫ নাম্বার করে প্রত্যেকটি বিষয়
• সময় : ০২ ঘণ্টা
• নম্বার : ১০০ নাম্বার
পরীক্ষা কেন্দ্র
রাজ্যের নামপরীক্ষা কেন্দ্র
ঝাড়খন্ড উড়িষ্যা মহারাষ্ট্র পশ্চিমবঙ্গরাঁচি এবং লখনও
বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশলখনও এবং গোরক্ষপুর
চন্ডিগড়, হিমাচল প্রদেশ, জম্বু ও কাশ্মীর, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান এবং উত্তর প্রদেশলখনও
অরুণাচল প্রদেশ, মেঘালয়, মনিপুর ,আসাম, ইম্ফলগুয়াহাটি এবং লখনও
গুরুত্বপূর্ণ লিংক
অফিসিয়াল নোটিসClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here
 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment