শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে কর্মী নিয়োগ: শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম স্নাতক পাস যোগ্যতায় কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগটি পরিচালনা করবে Syama Prasad Mookerjee Port । পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সুতরাং, যে সমস্ত চাকরিপ্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে উক্ত নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া রইল। যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরে কর্মী নিয়ো
এই চাকরি বিজ্ঞপ্তি দিয়ে কোথা থেকে প্রকাশিত হয়েছে:- শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দরের তরফ থেকে এই চাকরি বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যেটা আমরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরলাম। এখানে চাকরির জন্য আবেদন করার আগে অবশ্যই একবার অফিশিয়াল অফিসটি দেখে নেবেন এবং নিজের দায়িত্ব আবেদন করবেন।
বিজ্ঞাপন নং:- Admn/6497/C/CME/Sudpt.Engg
পোস্ট তারিখ:- 17.04.2024
নিয়োগকারী সংস্থা:- Syama Prasad Mookerjee Port,Kolkata
কোন পদ্ধতিতে আবেদন জানাতে হবে:- এখানে চাকরিপ্রার্থীদের সম্পূর্ণভাবে অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরি প্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, পরিচয় পত্রের ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নং ইত্যাদি লাগবে।
আরও পড়ুন: UPPSC এর দ্বারা কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি:- এখানে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের সবার আগে এই নিয়োগের যে অফিশিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করে দিতে হবে। তারপর সেটিকে সমস্ত রকম তথ্য সহযোগে পূরণ করতে হবে ঠিকঠাক ভাবে। প্রয়োজনীয় সমস্ত রকম ডকুমেন্টস এর জেরক্স কপি এবং পূরণ করা ফরম একটি মুখবন্ধ খামে ভরে উল্লেখিত ঠিকানায় নির্দিষ্ট সময়ের পূর্বে পাঠিয়ে দিতে হবে।
আবেদন ফরম পাঠানোর ঠিকানা:- The Secretary, All major Port Authorities, 15, Strand Road, Syama Prasad Mookerjee Port,Kolkata ।
মোট শূন্যপদ:- 02টি
কোন পদে নিয়োগ করা হবে:- Superintending Enginner
শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রী পাস থাকতে হবে।
বয়স:- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীদের বয়স সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
বেতন:- এই পদে নিযুক্ত চাকরিপ্রার্থীদের মাসিক 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
প্রার্থী বাছাই পদ্ধতি:- এই পদে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ:- 17.05.2024