sarkari chakri:

AIIMS এ অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ, উভয়ই আবেদনযোগ্য

AIIMS এ অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ: যোধপুর AIIMS এর তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে বলা হয়েছে নূন্যতম মাস্টার্স পাস যোগ্যতায় অসংখ্য শূন্যপদে AIIMS এ কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালনা করবে Joghpur AIIMS. পশ্চিমবঙ্গ ও ভারতের যেকোনো জায়গা থেকে পুরুষ ও মহিলা উভয়ই আবেদন জানতে পারবেন, কিন্তু চাকরি প্রার্থীকে অবশ্যই একজন স্থায়ী ভারতীয় নাগরিক হতে হবে। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী, তাদের জন্য আমাদের আজকের এই প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়, যার মাধ্যমে চাকরির প্রার্থীরা এখানে খুব সহজেই আবেদন জানতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Join Our WhatsApp Channel
Join Our Telegram Channel

AIIMS এ অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ

AIIMS এ অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ
AIIMS এ অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ

পোস্ট তারিখ : 20.09.2023

বিজ্ঞাপন নং : AIIMS.JDH/Admin/Rect./05/2023

কোন পদ্ধতিতে আবেদন জানতে হবে : এখানে সম্পূর্ণ ভাবে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদনের জন্য চাকরিপ্রার্থীর একটি বৈধ্য মোবাইল নং ও ইমেইল আইডি লাগবে, এর পাশাপাশি লাগবে চাকরিপ্রার্থীর সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস।

আবেদন পদ্ধতি : প্রথমে যোধপুর AIIMS এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্যাদি দিয়ে নিজের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে গেলে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে সেটা দিয়ে লগইন করে আবেদন পত্রটি মনোযোগ সহকারে পূরণ করতে হবে। যাবতীয় ডকুমেন্টস গুলো ভালো ভাবে স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে আবেদন মূল্য পেমেন্ট করে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে।

প্রার্থী বাছাই পদ্ধতি : এখানে চাকরি প্রার্থীদের সরাসরি Computer Based Exam এর মাধ্যমে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। কোনো রকম ইন্টারভিউ এখানে নেওয়া হবে না।

কোন সংস্থা নিয়োগ টি করছে : Jodhpur AIIMS.

কোন কোন পদে নিয়োগ হবে :

1. Legal Assistant : 1টি শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা : আইনজীবী নিয়ে গ্র্যাজুয়েশনের সঙ্গে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

বয়স : চাকরিপ্রার্থীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে

বেতনক্রম : মাসিক 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত দেওয়া হবে

2.Public Health Nurse : 1টি শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা : নার্সিং গ্রেডের সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

বয়স : চাকরিপ্রার্থীর বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে

বেতনক্রম : মাসিক 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত দেওয়া হবে

3.Psychiatric Social Worker : 3টি শূন্যপদ

শিক্ষাগত যোগ্যতা : সাইকোলজিতে মাস্টার্স এর সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে

বয়স : চাকরিপ্রার্থীর বয়স 25 থেকে 35 বছরের মধ্যে হতে হবে

বেতনক্রম : মাসিক 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত দেওয়া হবে

এছাড়াও বাকি সকল পদগুলি সমন্ধে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

মোট শূন্যপদ : 22 টি

কাজের স্থান : যোধপুর

নিয়োগের সময় : 2 বছর

আবেদন মূল্য : General/OBC/EWS – 3000 টাকা, SC/ST/PWBD – 2400 টাকা

আবেদনের শেষ তারিখ : 10.10.2023

অফিসিয়াল নোটিশ: Click Here

অফিসিয়াল ওয়েবসাইট/অনলাইন আবেদন: Click Here

আরো পড়ুন : রাজ্যে মহাকুমা দপ্তরে কর্মী নিয়োগ

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment