সরকারি কর্মীদের জন্য উপহার,যেটা হোলির আনন্দকে আরো বাড়িয়ে দিল

সরকারি কর্মীদের জন্য উপহার:- দেশের প্রত্যেকটি চাকরি প্রার্থীদের জন্য সুখবর। লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল মোদি সরকার। এরপর থেকে আরও বেশ কিছু রাজ্য ধাপে ধাপে ডিএ বাড়িয়েছে তাদের কর্মীদের জন্য। মনে করা হচ্ছে নির্বাচনের দিকে তাকিয়ে সরকারি কর্মীদের সন্তুষ্ট করতেই কেরল, অরুনাচল প্রদেশের পথ অনুসরণ করে দক্ষিণের রাজ্য কর্ণাটক একই কাজ করেছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরকারি কর্মীদের জন্য উপহার

সরকারি কর্মীদের জন্য উপহার
সরকারি কর্মীদের জন্য উপহার

কর্নাটকের কংগ্রেস সরকার রাজ্যের সরকারি কর্মীদের জন্য ৩.৭৫ শতাংশ ডিএ বাড়িয়েছে।চলতি মার্চ মাসের গোড়ায় কেন্দ্রীয় সরকার তাদের কর্মীদের জন্য ৪ শতাংশ দিয়ে বৃদ্ধি করে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতা ৪৬ শতাংশ থেকে বেড়ে ৫০ শতাংশ হয়েছে। এরপর সেই পথে হেঁটে কেরল সরকারও তাদের রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে।১০ থেকে ১৮ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে কেরলের রাজ্য সরকারি কর্মীদের জন্য। কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন:- খড়গপুর IIT তে কর্মী নিয়োগ, সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ

এর ফলে কর্নাটকের রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতা ৩৮.৭৫ শতাংশ থেকে বেড়ে হল ৪২.৫০ শতাংশ। এর ফলে কর্ণাটক সরকারের উপর বার্ষিক ১৭৯২.১৭ কোটি টাকার আর্থিক বোঝা চাপল।একই পথ অনুসরণ করেছে বিজেপি শাসিত অরুণাচল প্রদেশ। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি তাদের কর্মীদের এতদিন কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিয়ে এসেছে। ফলে কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ মহার্ঘভাতা বাড়াতেই অরুণাচল প্রদেশ সরকারও তাদের কর্মীদের ৪ শতাংশ মহার্ঘভাতা বাড়িয়েছে। ফলে বর্তমানে অরুনাচল প্রদেশের রাজ্য সরকারি কর্মীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। এর ফলে অরুণাচল প্রদেশ সরকারের ঘাড়ে বার্ষিক ১২০.২৪ শতাংশ আর্থিক বোঝা চেপেছে।

তবে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে কেরল সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের এক অদ্ভুত টানা পড়েন শুরু হয়েছে যে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করার পরই কেন্দ্রের থেকে দ্বিগুণ অর্থ দাবি করেছে কেরল সরকার।লোকসভা ভোটের আগেই সে রাজ্যে বিভিন্ন স্তরের রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র পরিমাণ বিভিন্ন হারে বৃদ্ধি পেয়েছে। অবশ্য রাজ্য বাজেটেই সেই ঘোষণা করা হয়েছিল।

পরে বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাপারটি চালু করে দেওয়া হয়। কেরলের সাধারণ ডিগ্রি কলেজ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজের অধ্যাপকদের ডিএ এক ধাক্কায় ১৪ শতাংশ বৃদ্ধি করেছে রাজ্য সরকার। ফলে তা বেড়ে হয়েছে ৩১ শতাংশ।অপরদিকে বিভিন্ন বিচার বিভাগীয় কর্মীদের আইএএস, আইপিএস আধিকারিকদের দিয়ে ১৬ শতাংশ ডিএ বাড়িয়েছে কেরল সরকার। এর ফলে তাঁদের ডিএ ৩০ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে হয়েছে ৪৬ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে কেরল সরকারের এই কর্মীদের ডিএ-র ব্যবধান মাত্র ৪ শতাংশ।

সেখানে পশ্চিমবঙ্গ সরকারের সর্বস্তরের কর্মীদের প্রাপ্য ডিএ-র ব্যবধান এই মুহূর্তে ৪০ শতাংশ, যা মে মাস থেকে একটু কমে ৩৬ শতাংশ হবে।আর্থিক সঙ্কটে ভুগতে থাকা কেরল সরকারের এই জনমোহিনী সিদ্ধান্তে সরকারি কর্মীরা খুশি। কিন্তু এরপরই রাজ্য সরকার যেভাবে কেন্দ্রের কাছ থেকে অনুদান চেয়েছে তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment