sarkari chakri:

Forest Department Recruitment: বনদপ্তরে কর্মী নিয়োগ, যোগ্যতা গ্রাজুয়েশন পাশ, আবেদনের শেষ তারিখ ১১.০৬.২০২৪

Forest Department Recruitment: ভারতীয় বনদপ্তরের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। যেখানে বলা হয়েছে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় ভারতীয় বনদপ্তর , পরিবেশ এবং জলবায়ু দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ কিংবা ভারতে যে কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন যে কোন প্রার্থী। পুরুষ কিংবা মহিলা উভয় প্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে পারবেন কিন্তু প্রার্থীকে হতে হবে ভারতীয় নাগরিক। যে সমস্ত প্রার্থীরা এই চাকরিতে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তারা নিচের তথ্যগুলি পড়ে আবেদন করতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Forest Department Recruitment

Forest Department Recruitment: বনদপ্তরে কর্মী নিয়োগ
বনদপ্তরে কর্মী নিয়োগ

পোস্ট তারিখ– ০৫.০৩.২০২৪

কি পদ্ধতিতে আবেদন করবেন– এখানে প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

কিভাবে আবেদন করবেন– এখানে প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে নিচেরতে অফিসিয়াল নোটিশ থেকে আবেদন পত্রটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। তারপর সেই আবেদন পত্রটিকে সুন্দরভাবে পূরণ করে তার সঙ্গে প্রার্থী ও সমস্ত যোগ্যতার ডকুমেন্টের জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করে নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা: Director General of Forests (Central), Regional Office, Bhopal, Ministry of Environment, Forest & Climate Change, Kendriya Paryavaran Bhavan, Link Road No.3, E-5, Ravi Shankar Nagar, Arera Colony, Bhopal(M.P.)-462016

প্রার্থী বাছাই পদ্ধতি– কাজের অভিজ্ঞতা, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে নির্বাচন করা হবে।

কোন সংস্থা নিয়োগ করছে– কেন্দ্র সরকারের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)

পদের নাম– Upper Division Clerk, Assistant, Section Officer এই তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে।

বেতন– Section Officer প্রার্থীদের ক্ষেত্রে মাসিক বেতন ৪৪,৯০০/- টাকা থেকে ১,৪২,৪০১/- পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।
Assistant প্রার্থীদের ক্ষেত্রে মাসিক বেতন ৩৫,৪০০/- টাকা থেকে ১,১২,৪০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।
Uper Division Clerk প্রার্থীদের ক্ষেত্রে মাসিক বেতন ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা পর্যন্ত মাসিক বেতন দেওয়া হবে।

আরও পড়ুন: কোল ইন্ডিয়াতে কর্মী নিয়োগ

কাজের স্থান– ভারতের যেকোনো জায়গায় নিয়োগ করে নেওয়া হবে

শূন্যপদ– প্রত্যেকটি পদের জন্য একটি করে শূন্য পদ আছে।

শিক্ষাগত যোগ্যতা– এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম গ্রাজুয়েশন পাশ যে কথা রাখতে হবে। সেই সঙ্গে যে পদ আবেদন করবেন সেই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আরো বিস্তারিত জানতে নিচের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

বয়স– আবেদনকারী বয়সসীমা ১৮ বছর থেকে ৫৬ বছরের মধ্যে হতে হবে।

জাতীয়তা– অবশ্যই ভারতীয় হতে হবে

আবেদন মূল্য- কোন আবেদন মূল্য দিতে হবে না।

আবেদনের শেষ তারিখ– ১১.০৬.২০২৪

আরও পড়ুন: Madras High court এ কর্মী নিয়োগ

 সমস্ত সরকারি ও প্রাইভেট চাকরি, প্রকল্পের খবর পাওয়ার জন্য আমাদের হোয়াটস্যাপ ও টেলিগ্রাম গ্রুপে জয়েন হন -

Leave a Comment