PM Kishan Yojana: কেন্দ্র সরকার কৃষি খাতের উন্নয়ন এর জন্য বিভিন্ন রকম উপকারী ও কল্যাণমূলক প্রকল্প পরিচালনা করছে। যার মধ্যে একটি অন্যতম প্রকল্প হল প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের অধীনস্থ কৃষকরদের 2000 টাকা করে 3টি কিস্তির মাধ্যমে বার্ষিক 6000 টাকা তাদের একাউন্টে দেওয়া হয়। এখনো পর্যন্ত কৃষকদের একাউন্টে 16তম কিস্তি এসেছে। এখন কৃষকেরা 17 তম কিস্তির অপেক্ষায় রয়েছে।
PM Kishan Yojana
পিএম কিষান যোজনার পরবর্তী কিস্তির টাকা কবে ঢুকবে?
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সরকার লোকসভা নির্বাচনের পরে জুন বা জুলাই মাস নাগাদ প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তি দিতে পারে। কিন্তু, আর এক সূত্রের খবর অনুযায়ী, প্রথমটি এপ্রিল-জুলাই, দ্বিতীয়টি আগস্ট-নভেম্বর এবং তৃতীয়টি ডিসেম্বর-মার্চ মাস, চার মাস অন্তর দেওয়া হয়। যেহেতু 16 তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে পেয়েছে কৃষকরা, সেই হিসেবে অনুযায়ী মে মাস নাগাদ পরবর্তী কিস্তির টাকা পাবে তারা। যাই হোক, এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা 17 তম কিস্তির জন্য অর্থ প্রকাশের বিষয়ে সরকারের তরফ থেকে কোনো রকম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: অটল পেনশন যোজনা তে পাবেন প্রতিমাসে ৫০০০ টাকা
কিষান সম্মান নিধি টাকা পাওয়ার জন্য কেওয়াইসি কিভাবে করবেন?
- কৃষকরা সহজেই তাদের নিকটবর্তী CSC কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক বা আঙুলে ছাপের মাধ্যমে E-KYC করে নিতে পারেন।
- অনেক ব্যাংকেও প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি যোজনা জন্য E-KYC করা হয়ে থাকে।
- এছাড়া কৃষকরা প্রধানমন্ত্রী যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার ওটিপির মাধ্যমে KYC করতে পারে। অথবা
- কেন্দ্র সরকার দ্বারা নির্মিত PM Kisan Mobile App এর মাধ্যমেও কৃষকরা তাদের E-KYC করে নিতে পারে খুব সহজেই।